Headlines
Loading...
( বুধবার )
Neelanjana lyrics - নচিকেতার নীলাঞ্জনা গানের লিরিক্স

Neelanjana lyrics - নচিকেতার নীলাঞ্জনা গানের লিরিক্স

  নচিকেতা এর ছবির ফলাফল
 
 
লাল ফিতে সাদা মোজা , স্কুল ইউনিফর্ম
নটার সাইরেন সংকেত সিলেবাসে মনযোগ কম
পড়া ফেলে একচোট , ছুটতে রাস্তার মোড় এ
দেখি সাইরেন মিস করা
দোকানিটা দেয় ঘড়িতে দৌড়
এর পর একরাশ কালো কালো ধোয়া
স্কুল বাস এ করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষস্ন দিন বাজেনা না মন বিন
অবশাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন
হাজার কবিতা বেকার সবি তা
হাজার কবিতা বেকার সবি তা
তার কথা কেউ বলে ... না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সন্ধ্যা  ঘনাত যখন পাডায় পাডায়
রথ থাকত ভোরে কিছু বকাটে ছোড়াই
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
এক গেয়ে হয়ে যেত সময় সময়
তখন উদাস মন
ভূলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা
ও মনের গভীরতা জানতে চায়
যখন খোলা চুলে , হয়ত মনের ভুলে
তাকাত সে অবহেলে দু চোখ মেলে
হাজার কবিতা বেকার সবি তা
হাজার কবিতা বেকার সবি তা
তার কথা কেউ বলে ... না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
অঙ্কের খাতা ভরা থাকত আায়
তার ছবি তার নাম পাতায় পাতায়
হাজার অনুষ্টান প্রভাত ফেরির গান
মন দিন গুনে এই দিনের আশায়
রাত জেগে নাটকের মহড়ায় চঞচল
মন শুধু সেক্ষণের প্রতিক্ষায়
রাত্রির আঙ্গিনাই যদি খোলা জানালায়
একবার ...একবার যদি সে দাড়ায়
বুঝেনি অবুজ মন  । নীলাঞ্জনা তখন
নিজেতে ছিল মগন ও প্রাণপণ
হাজার কবিতা বেকার সবি তা
হাজার কবিতা বেকার সবি তা
তার কথা কেউ বলে ... না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

0 Comments: